এই মুহূর্তে জেলা

দীঘায় উঠলো বিশাল দৈত্যকার মাছ।

পূর্বমেদিনীপুর , ২৭ জুলাই: দীঘায় উঠলো বিশাল দৈত্যকার মাছ। ওজন ৭৮০ কিলোর এই চিলশঙ্কর মাছ , দীঘা মোহনায় বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখতে ভিড় জমান অনেকে । এই মাছের বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা । এইদিন পূর্বমেদিনীপুরের দীঘা মোহনায় নবকুমার পইড়ার আড়তে উড়িষ্যার এক মৎস্যজীবী বিক্রি করে এই মাছ । মৎসজীবীদের দাবি, এই ধরণের দৈত্যাকায় মাছ সাধারণত জালে ওঠে না। তাই এই ধরণের মাছের দেখা পাওয়াও বিরল সেই মাছ আবার কেনে নদীয়া রানাঘাটের এক ব্যাবসায়ী । এইদিন সকালে বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখাতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও অল্প সংখ্যক পর্যটক । উৎসুক পর্যটক আবার এই বিশাল আকারের চিল শঙ্কর মাছের ছবি নিজেদের ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলেন ।