এই মুহূর্তে জেলা

লক ডাউন অমান্য করায় ৩২১ জন গ্রেপ্তার হুগলিতে।

হুগলি , ২৫ জুলাই:- সাপ্তাহিক লক ডাউনের দ্বিতীয় দিনেও পুলিশি সক্রিয়তা ছিল নজরকাড়া । গ্রামীন ও কমিশনারেট দুই এলাকাতেই সকাল থেকে পুলিশি টহল বজায় ছিল । কন্টেনমেন্ট জোনগুলি ব্যারিকেট দিয়ে ঘিরে দেয় পুলিশ । ওই সমস্ত এলাকায় মানুষ যাতে ঘরে থাকে সেই বিষয়ে সতর্ক ছিল পুলিশ।লক ডাউন অমান্য করে যে বা যারা রাস্তায় বেড়িয়েছেন তাদের পথ আটকে জিঞ্জাসাবাদ করেছে পুলিশ । চুঁচুড়া তালডাঙা মোড়ে অকারণে রাস্তায় বেরনো কয়েকজনের সাইকেল থামিয়ে চাকার হাওয়া খুলে দেয় পুলিশ ।

লক ডাউন অমান্য করে রাস্তায় বেরনো ও মাস্ক না পড়ার অভিযোগে কমিশনারেটের পুলিশ প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে । তবে জেলায় ৪ মহকুমাতে কন্টেনমেন্ট জোনের পরিধী বৃদ্ধি পাওয়ায় রাস্তা ঘাটে জটলা ও মানুষের ভিড় চোখে পড়েনি।দোকান বাজার বন্ধ থাকায় রাস্তা ঘাট ছিল সুনসান । পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বলেন , লক ডাউন বিধি ভঙ্গ করায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে । অন্যদিকে হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন , লক ডাউন অমান্য করায় ১২১ জন ও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২ জন কে গ্রেপ্তার করা হয়েছে।