স্পোর্টস ডেস্ক , ২৫ জুলাই: স্বস্তির খবর ক্রিকেট মহলে। বিসিসিআই সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। নিয়ম মাফিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা টেস্ট করানো হয়েছিল৷ শুক্রবারই লালারসের রিপোর্ট পেয়েছেন মহারাজ। তাতে জানা গিয়েছে তিনি করোনা আক্রান্ত নন। গত সপ্তাহে সৌরভের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসে৷ এখনও হাসপাতালে ভর্তিও রয়েছেন স্নেহাশিস৷ তবে সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা। আইসিসি ও বোর্ডের বৈঠক তিনি বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে করছিলেন। বাইরে কোথাও যাচ্ছিলেন না। সূত্রের খবর, দাদাগিরির শুটিংও বাতিল করে দিয়েছিলেন বাড়ি থেকে বেরোবেন না বলে। সৌরভের মধ্যে যদিও কোনও উপসর্গ দেখা দেয়নি। তবুও ঝুঁকি না নিয়ে নিজেরও করোনা পরীক্ষা করিয়ে নেন তিনি। সেই রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গোপাধ্যায় পরিবারে।
Related Articles
লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে।
তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লকডাউন এর সময় সীমা এবং ব্যাপ্তি আরো বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে। গোটা রাজ্যে তা বলবৎ হবে।আজ বিকেল পাঁচটায় থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরিস্থিতির অস্বাভাবিকতা লক্ষ্য […]
মাফিয়া রাজ চলছে রাজ্যে তীব্র আক্রমণ রাজ্যপালের
রিঙ্কা পাত্র , ৯ ফেব্রুয়ারি:- মাফিয়া রাজ চলছে রাজ্যে। রাজ্য সরকার ও রাজ্য প্রশাসনকে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকার। ইস্টার্ন কমান্ডের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরমতম আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকার একের পর এক যে প্রকল্প শুরু করেছে তার সিংহভাগ টাকাই এসে […]
উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনও পর্যন্ত ৫৩৩ কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে।
কলকাতা, ২২ মার্চ:- রাজ্য সরকার জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ছাত্র ছাত্রীদের জন্য ৫৩৩ কোটি টাকার বেশি ঋন মঞ্জুর করেছে। মঙ্গলবার বিধানসভায় বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা দপ্তরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই কার্ডের মাধ্যমে এখনও পর্যন্ত ২০ […]







