এই মুহূর্তে খেলাধুলা

করোনা রিপোর্ট নেগেটিভ , স্বস্তি ক্রীড়া মহলে।

স্পোর্টস ডেস্ক , ২৫ জুলাই: স্বস্তির খবর ক্রিকেট মহলে। বিসিসিআই সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। নিয়ম মাফিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা টেস্ট করানো হয়েছিল৷ শুক্রবারই লালারসের রিপোর্ট পেয়েছেন মহারাজ। তাতে জানা গিয়েছে তিনি করোনা আক্রান্ত নন। গত সপ্তাহে সৌরভের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসে৷ এখনও হাসপাতালে ভর্তিও রয়েছেন স্নেহাশিস৷ তবে সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা। আইসিসি ও বোর্ডের বৈঠক তিনি বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে করছিলেন। বাইরে কোথাও যাচ্ছিলেন না। সূত্রের খবর, দাদাগিরির শুটিংও বাতিল করে দিয়েছিলেন বাড়ি থেকে বেরোবেন না বলে। সৌরভের মধ্যে যদিও কোনও উপসর্গ দেখা দেয়নি। তবুও ঝুঁকি না নিয়ে নিজেরও করোনা পরীক্ষা করিয়ে নেন তিনি। সেই রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গোপাধ্যায় পরিবারে।