স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই:- ১৪ বছর পর জার্সি বদল করলেন শিল্টন পাল। মোহনবাগান ছেড়ে এক বছরের চুক্তিতে গোয়ার চার্চিল ব্রাদার্সে যোগ দিলেন আই লিগ জয়ী গোলকিপার। মোহনবাগান থেকে কেরিয়ার শুরু করেছিলেন। চার্চিল ব্রাদার্সের সঙ্গে নতুন চুক্তিতে সই করার পর জি ২৪ ঘন্টা ডিজিটালকে শিল্টন জানাচ্ছেন, “মোহনবাগানেই কেরিয়ার শেষ করার ইচ্ছা ছিল। কখনও ভাবিনি যে সবুজ মেরুন ছাড়ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দল পরিবর্তন করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না। এবার আই লিগ হবে কলকাতায়। তাই নিজের প্রিয় শহরেই খেলতে পারবেন বলে ভালো লাগছে শিল্টনের। মোহনবাগানের হয়ে দু’বার আই লিগ জিতেছেন তারকা এই গোলকিপার। যার মধ্যে একবার অধিনায়কও ছিলেন। এবার চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগ জিততে চান তিনি। একই সঙ্গে চান আইএসএল জিতুক মোহনবাগান। দল বদল করলেও মনেপ্রাণে তিনি যে এখনও মোহনবাগানি তা শিল্টন পালের কথাতেই পরিস্কার।
Related Articles
ডিভিসি থেকে ছাড়া হলো এক লক্ষ কিউসেক জল , প্লাবনের আশঙ্কা বেশ কয়েকটি জেলায়।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- ডিভিসি থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে অজয় নদী থেকে জল ছাড়া হয়েছে ফলে বাঁকুড়া পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া ইত্যাদি এলাকায় সমস্যা হতে পারে রাজ্য সরকার ৩ কলম সেনা পাঠাচ্ছে পশ্চিম বর্ধমান এ ৩ কলম সেনা যাচ্ছে হুগলিতে দু’কলম শোনা যাচ্ছে হাওড়াতে এ মুহূর্তে ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে […]
৪০তম রাজ্য বার্ষিক জিমন্যাস্টিকে সোনা পেলো সিঙ্গুরের হিরণ।
হুগলি, ৭ মার্চ:- হুগলির সিঙ্গুরের নান্দা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র হিরন কোলে এই বছর ৪০ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাষ্টিক্স এ সোনা অর্জন করল। শালবনী তে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এইবছর সোনা অর্জন করে। এর আগেও ২০২৪ সালে বহরমপুরে ৩৯ তম রাজ্য প্রতিযোগীতায় সোনা অর্জন করেছিল হিরন। পুরস্কার নিয়ে আজ স্কুলে আসতেই ছাত্র […]
সাগরদ্বীপে ভাঙ্গন রুখতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান।
কলকাতা, ২৪ আগস্ট:- সাগর দ্বীপে ভাঙন রোখার পাকাপাকি ব্যবস্থা করতে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। গঙ্গাসাগর মেলার আগেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। কপিল মুনি আশ্রমের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রেখেই যাবতীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন।শুক্রবার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন সেচমন্ত্রী ও সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। সেখানে সাগরকে […]