এই মুহূর্তে জেলা

শতাধিক গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল হাওড়া ময়দান শ্রীলেদার্স।

হাওড়া , ২৪ জুলাই:- কোভিড সংক্রমণ বেড়ে চলায় রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন চলছে । এর পাশাপাশি সারা রাজ্যে প্রতি সপ্তাহে দু’দিন করে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে । এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও গরীব অসহায় দিন আনা দিন খাওয়া পরিবারগুলির পাশে এসে দাঁড়াল প্রখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা শ্রীলেদার্স । সংস্থার হাওড়া ময়দান শাখার উদ্যোগে শুক্রবার সকালে এমন প্রায় ১৫০ টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয় । কোভিড পরিস্থিতিতে সোস্যাল ডিসট্যান্স মেনেই এই অনুষ্ঠান হয় । উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার থেকে শুরু করে কর্মীরা । উদ্যোক্তাদের তরফ থেকে হাওড়া ময়দান শাখার সংস্থার কর্ণধার বলেন

, কোভিড পরিস্থিতিতে সারা দেশ জুড়ে দীর্ঘ লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছিলেন দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষেরা । সে সময় গরীব দুঃস্থ পরিবারগুলির পাশে এসে দাঁড়িয়েছিলেন বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সহৃদয় মানুষজন । এরপর টানা লকডাউন শেষ হয়ে আনলক পর্ব শুরু হলেও কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ফের দু’দিন করে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে এরাজ্যে । এই পরিস্থিতিতে এখনও ছন্দে ফেরেনি আমাদের স্বাভাবিক জীবনযাত্রা । অনেকের রুজি রোজগার এখনও সঙ্কটে । গরীব পরিবারগুলির কার্যত অসহায় অবস্থা। তাই আমরা সংস্থার তরফ থেকে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করেছি ।