এই মুহূর্তে খেলাধুলা

হঠাৎ অবস্থান বদল অশোক মালহোত্রার, কিন্তু কেন ?

স্পোর্টস ডেস্ক , ২৩ জুলাই:- সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের সঙ্গে বিরোধ ইস্যুতে আচমকাই ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ প্রধান অশোক মালহোত্রা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আর্থিক অসহযোগিতার যে অভিযোগ তিনি তুলেছিলেন, তা থেকে সরে এসেছেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বিসিসিআই ও ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা আইসিএ-এর মধ্যে কোনও স্বার্থের সংঘাত নেই বলে জানিয়েছেন অশোক মালহোত্রা। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশে আইসিএ-কে বিশেষ স্বীকৃতি, মর্যাদা এবং গুরুত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআইয়ের ছত্রছায়া এবং সমর্থনে তাঁরা দেশের ক্রিকেটারদের স্বার্থে নিরন্তর কাজ করে চলেছেন বলে দাবি আইসিএ প্রধান মালহোত্রার। অশোক মালহোত্রা জানিয়েছেন, এখনও পর্যন্ত আইসিএ-কে দুই কোটি টাকার আর্থিক তহবিল বরাদ্দ করেছে বিসিসিআই। তা থেকে ৭০ লক্ষ টাকা তারা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তার মধ্যে ৫২ লক্ষ টাকা দেশের ৬০ জন দুঃস্থ ক্রিকেটারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আইসিএ প্রধান। করোনা ভাইরাসের জেরে লকডাউনে বিসিসিআই ধীরে ধীরে টাকার কিস্তি শোধ করছেন বলেও জানিয়েছেন মালহোত্রা।