খেলাধুলা এই মুহূর্তে

এবার আরও একটি গেমে যুক্ত হলেন মাহি !

স্পোর্টস ডেস্ক, ২৩ জুলাই:- ক্রিকেট নয়,এবার আরেকটি গেমে মজেলেন মাহি। শুধু তাই নয় অনলাইনে এই গেমের এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ধোনি। অনলাই পোকার পোর্টাল পোকারস্টার ইন্ডিয়া দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে ঘোষণা করেছে। ধোনি নিজেও এই নিয়ে বেশ উচ্ছ্বসিত। বুধবার এক প্রতিক্রিয়ায় ধোনি বলেছেন, ‘পোকার স্টার ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে পারা নতুন ও দারুণ অনুভূতি।’ এখানেই না থেমে ধোনি জুড়েছেন,

‘অবসরে আমি পোকার খেলে থাকি। ফ্যানেদের মনে জায়গা তৈরি করতে এবার থেকে অনলাইন পোকার গেমের একাধিক অভিনবত্ব থাকতে চলেছে। অন্য গেমগুলির মতো অনলাইন পোকারেও মাথা খাটিয়ে খেলতে হবে। ‘ অন্যদিকে ধোনির ক্রিকেটে ফেরা নিয়ে ফ্যানদের মনে আগ্রহ তুঙ্গে। এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ধোনি। শেষবার গত বছর জুলাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন মাহি। এরপর থেকে ক্রিকেট থেকে অঘোষিত সন্ন্যাস নিয়ে ধোনি বাইশ গজের বাইরে রয়েছেন। করোনা কাঁটার মাঝেই আইপিএল হলে ধোনিকে আবার ক্রিকেট মাঠে দেখার অপেক্ষায় ভক্তরা।