হাওড়া , ২২ জুলাই:- করোনা আক্রান্ত রোগীদের কাছে দ্রুত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল হাওড়া পুরনিগম। আজ বুধবার থেকে হাওড়া পুরনিগমের তরফে চালু হচ্ছে ‘নৈশ সাহারা’ নামের এক নতুন প্রকল্প। এর আওতায় রাতের দিকে কোনও করোনা আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। হাওড়াতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কন্টেনমেন্ট জোনগুলিতে চলছে কড়া লকডাউন। করোনা পরিস্থিতিতে অনেকে ‘হোম আইসোলেশনে’ রয়েছেন। রাতের দিকে তারা আচমকা অসুস্থ হয়ে পড়লে অনেক সময়ই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। ফলে চিকিৎসা শুরু হতে অনেক দেরি হয়।
এই সমস্যার সমাধান করতেই হাওড়া পুরসভার তরফ থেকে এই অভিনব প্রকল্প নেওয়া হয়েছে। আজ থেকেই চালু হচ্ছে এই ‘নৈশ সাহারা’ প্রকল্প। হাওড়া পুরনিগম সূত্রের খবর, ২টি ফোন নম্বর চালু করা হচ্ছে। রাতের দিকে করোনা আক্রান্ত রোগী সমস্যায় পড়লে ওই নম্বর দুটির যেকোনও একটিতে ফোন করলে তৎক্ষণাৎ তাকে সাহায্যের ব্যবস্থা করা হবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া এবং রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা চালুর ব্যবস্থা করা হবে। এই ‘নৈশ সাহারা’র ফোন নম্বর দু’টি হল ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১। এই পরিষেবাটি চালু হলে হাওড়া পুর এলাকার বহু করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবার উপকৃত হবেন।