স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই: ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবের প্রতি যুবরাজ সিং’য়ের অনুরাগের কথা ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। চেলসির একজন অন্ধ ভক্ত হওয়ায় রাশফোর্ডের সঙ্গে যুবির আলোচনা দেখার কোনও ইচ্ছে নেই। এমনটা বলেই সোশ্যাল মিডিয়ায় যুবির পা টেনেছিলেন পিটারসন। লাইভ চ্যাট সেশনে পিটারসনকে পালটা জবাবও দিয়েছিলেন যুবরাজ। যেখানে গত মরশুমে ম্যান ইউ’য়ের কাছে প্রিমিয়র লিগে চেলসির হারের প্রসঙ্গ উঠে আসে এবং সেই ম্যাচে একটি গোলও করেছিলেন রাশফোর্ড। রবিবার রাতে এফএ কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি।
ম্যাচের ফল দেখে যুবরাজকে পালটা ট্রল করার সুযোগ হাতছাড়া করলেন না পিটারসন। ওয়েম্বলির ম্যাচের ফল দেখে রবিবার যুবিকে উদ্দেশ্য করে একটি টুইট করেন পিটারসন। টুইটে প্রাক্তন ইংরেজ তারকা লেখেন, ‘বন্ধু যুবরাজ তুমি কী ঠিক আছো?’ উত্তরে যুবরাজ পিটারসনকে বলেন, ‘না বন্ধু আমি ঠিক নেই। খারাপ লাগছে ভীষণ।’ বাগে পেয়ে যুবরাজকে আরও চেপে ধরেন কেপি। যুবরাজকে কেপি ফের বলেন, ‘কয়েক সপ্তাহ আগে অনেক কথা বলছিলে তো তাই তোমার খোঁজ নিচ্ছিলাম। দেখছিলাম তুমি আজ কথা বলার মতো অবস্থায় আছো নাকি। আশা করি তুমি দ্রুত ঠিক হয়ে যাবে। যে কোনও সময় আমার বাড়িতে তোমার চ্যাম্পিয়ন্স লিগ দেখার আমন্ত্রণ রইল।’
উল্লেখ্য, দি গিয়ার জঘন্য গোলকিপিং’য়ের খেসারত দিয়ে রবিবার এফএ কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে ম্যান ইউ। গিয়ার জোড়া ভুলের পাশাপাশি দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। ম্যান ইউ’য়ের তিনটি ভুল থেকে তিনবার ফায়দা তুলে এফএ কাপের ফাইনালে পৌঁছে যায় চেলসি। ওয়েম্বলিতে রবিবাসরীয় সেমিফাইনালে ল্যাম্পার্ডের দলের পক্ষে ম্যাচের ফল ৩-১। আগামী ১ অগাস্ট আর্সেনালের বিরুদ্ধে মেগা ফাইনালে মুখোমুখি হবে ম্যান ইউ।