এই মুহূর্তে জেলা

প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে – স্বরাষ্ট্র সচিব।

নবান্ন , ২০ জুলাই:- কন্টেনমেন্ট জোন ভিত্তিক লকডাউন এর পাশাপাশি সম্পূর্ণ আগস্ট মাস জুড়েই সাপ্তাহিক লকডাউন চালানো হবে বলে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে করোনা সংক্রমনে রাশ টানতে এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে র পর স্বরাষ্ট্র সচিব জানান রাজ্যের কিছু কিছু অঞ্চলে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই, চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুদিন জরুরী পরিষেবা ছাড়া সমস্ত রকম অফিস কাছারি ,যানবাহন , দোকানপাট বন্ধ থাকবে।পরের সপ্তাহে কোন দুদিন লকডাউন পালন করা হবে তা নিয়ে আগামী সোমবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে প্রাথমিকভাবে আগামী সপ্তাহের বুধবার সম্পূর্ণ লকডাউন পালন করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকার চিকিৎসা কাঠামো মজবুত করে তোলার ওপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে আলাপন বাবু আরো জানিয়েছেন। এক্ষেত্রে তারা যাতে সহজেই স্বাস্থ্যপরিসেবা পেতে পারেন সেই কারণে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু করেছে।পাশাপাশি কোভিদ রোগীদের টেলিমেডিসিন পরামর্শ এবং অ্যাম্বুলেন্স পরিষেবা জন্য পৃথক হেল্পলাইন চালু করা হয়েছে। ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর হলো 1800 313 444222। টেলিফোনে চিকিৎসকদের পরামর্শ পাওয়ার জন্য 033 2357 6001 নম্বরে ফোন করতে হবে। ক রনা আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফোন করতে হবে 033 4090 2929 নম্বরে।