এই মুহূর্তে জেলা

করোনা কোন ছার , রাজনীতিই প্রধান ইস্যু ! তৃণমূলের মিছিলের পরদিনই গাদাগাদির রাজনীতি বিজেপির।

সুদীপ দাস , ২০ জুলাই:- করোনা কোন ছার, রাজনীতিই প্রধান ইস্যু ! ধনিয়াখালিতে তৃণমূলের মিছিলের পরদিনই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদির রাজনীতি বিজেপির। এবারে ব্যাপক জমায়েত করে প্রতিবাদে সামিল ভারতীয় জনতা পার্টির সদস্যরা। এদিন আমফানের ক্ষতিপূরণ, 100 দিনের কাজের জব কার্ডের দাবিতে সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ, রাস্তা অবরোধ করলো তাঁরা। গন্ডোগোল এড়াতে পুলিশ মোতায়েন করা হয় পঞ্চায়েত গেটের সামনে। বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেয় গোপালনগর মন্ডল সভাপতি গৌতম মোদক, সম্পাদক অভিজিৎ দাস ও রজত বাড়ুই সহ অনান্য নেতৃবৃন্দ।

এদিন ক্ষিপ্ত গ্রামের মহিলারা জোর করে পঞ্চায়েতে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ উত্তেজিত বিক্ষোভকারীকে লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর জোর করে ঢুকে বিজেপি ডেপুটেশন দেয়। তবে এদিন ডেপুটেশন তাঁরাও দেওয়ার খবর পেয়ে পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান কেউ পঞ্চায়েতে ছিল না। পরে পুলিশের হস্তক্ষেপে পঞ্চায়েতের সেক্রেটারি ডেপুটেশন গ্রহন করে। তবে রাজনীতিতে নীতি যতই আলাদা হোক না কেনো; করোনাকে গোষ্ঠী সংক্রমনে পৌঁছে দিতে শাসক-বিরোধী দু’দলই যেন একই নীতিতে চলছে।