এই মুহূর্তে খেলাধুলা

বাতিল হতে চলেছে একাধিক ঘরোয়া টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- করোনা পরিস্থিতিতে এবার ঘরোয়া ক্রিকেটে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, করোনা ধাক্কায় আগামী মরশুমে একাধিক ট্রফি বাতিল ঘোষণা করতে পারে বিসিসিআই। বিজয় হাজারে ট্রফি, দলীপ ট্রফি, দেওধর ট্রফি পুরোপুরি বাতিল করতে পারে বোর্ড। সেই সঙ্গে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি হওয়ারও সম্ভাবনা কম। ভারতীয় ক্রিকেট বোর্ড করোনা কালে ঘরোয়া ক্রিকেটে শুধুমাত্র রঞ্জি ট্রফি, অনূর্ধ্ব-১৯ বিনু মানকড় টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বলে জানা যাচ্ছে। সাধারণত সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে ভারতে ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হয়ে যায়। করোনার যা পরিস্থিতি তাতে কতটা ট্রাভেল করে ম্যাচ খেলা সম্ভব সেটা নিয়েও সন্দিহান বিসিসিআই। তারপর প্রতিদিনই দেশে সংকটের পরিস্থিতি। সেক্ষেত্রে আইপিএল আয়োজনের পর নভেম্বরের শেষ থেকে ঘরোয়া ক্রিকেট শুরু করতে পারে বিসিসিআই।