স্পোর্টস ডেস্ক , ১৯ জুলাই:- মেয়ে সামাইরার সঙ্গে জুস ভাগ করে নিয়েছেন হিটম্যান। স্ট্র দিয়ে বাবার গ্লাস থেকে জুস খাওয়ার জন্যে সামাইরার ঝুঁকে পড়ার মুহূর্ত ক্যামেরায় বন্দি করা হয়েছে। মেয়ের মিষ্টি ছবি পোস্টের সঙ্গে রোহিত পরিবেশ সচেতনতা নিয়ে বার্তা দিয়েছেন। প্লাস্টিক কেন ব্যবহার করা উচিত নয় আর সমুদ্রের বাস্তুতন্ত্রে প্লাস্টিক কী প্রভাব ফেলে, এই বিষয়ে মেয়ে সামাইরাকে বিশেষ টিউশন দিয়েছেন বলে ভারতীয় ওপেনার জানিয়েছেন।
ইনস্টাগ্রাম পোস্টে রোহিত লেখেন, ‘সকালের মিষ্টি মুহূর্ত। মেয়ের সঙ্গে সমুদ্র প্রাণ ও প্লাস্টিক ব্যবহারের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম।’ এখন থেকে খুদে মেয়েকে পরিবেশের ভারসাম্য বজার রাখতে শেখানো নিয়ে রোহিতের চেষ্টার প্রশংসায় নেটনাগরিকরা। অন্যদিকে লকডাউনের মাঝে চুটিয়ে ফুটবল উপভোগ করছেন হিটম্যান। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ লা-লিগা চ্যাম্পিয়ন হতে পোস্ট করে ক্লাবকে শুভচ্ছা জানিয়েছেন। শুক্রবারই লা লিগা জেতার জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেন হিটম্যান।