কুলটি , ১৫ জুলাই:- দেশে দিনের পর দিন কোরোনা ভাইরাসে সংক্রমণ বেড়ে চলেছে, তাই আগে থেকে নিজের রাজ্যে কোরোনা সংক্রমণ কমাতে সতর্ক হলো ঝাড়খণ্ড সরকার। তাই দ্বিতীয়বার জন্য সিল করা হলো বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডি বর্ডার। কোনো মানুষের ঝাড়খণ্ডে প্রবেশ করতে গেলে লাগছে ই-পাস,তার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে,কিন্তু সাধারণ মানুষের ও ঝাড়খণ্ড পুলিশের প্রশ্ন ই-পাস দেখে প্রবেশ তো করতে দেওয়া হচ্ছে,কিন্তু হচ্ছে না কোনো রকমের শারীরিক পরীক্ষা। এই প্রসঙ্গে এক ব্যাক্তি বলেন ঝাড়খণ্ড সরকারের উদ্যোগ টা ভালো কিন্তু বর্ডার এলাকায় সর্ব প্রথম উচিত একটি মেডিকেল টিমের কারণ কোনো মানুষের শারীরিক পরীক্ষা করা হচ্ছে না।
তাছাড়া ই-পাস যেখানে করা হচ্ছে, বা প্রশাসন যেই জায়গায় ই-পাস চেকিং করছে সেখানে প্রচুর ভিড় জমে উঠেছে,কোনো রকমের সামাজিক দূরত্ব মানা হচ্ছে না,এতে তো কোরোনা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হবে। এই প্রসঙ্গে ঝাড়খণ্ড পুলিশের এক আধিকারিক বলেন,ঝাড়খণ্ড সরকারের নির্দেশে দ্বিতীয়বার বর্ডার সিল করা হয়েছে, ই-পাস দেখে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে,কিন্তু আমাদের কোনো প্রকার সেফটি নেই,এই বর্ডারে সর্ব প্রথম মেডিকেল টিম বরাদ্দ করা উচিত কারন কোনো মানুষের তো শারীরিক পরীক্ষা করা হচ্ছে না।এবং প্রচুর পরিমানে মানুষের ভিড় জমা হচ্ছে,এতে আমাদের নিজের ডিউটি করতে ভয় করছে।