এই মুহূর্তে খেলাধুলা

আইএসএল খেলার সম্ভবনা অনিশ্চিত লাল-হলুদের।

স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভবনা আবারও অনিশ্চিত হয়ে গেল। আর্থিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলে যে তারা টাকা ঢালতে চায় না, তা স্পষ্ট জানাল বেঙ্গালুরু এফসি। তাঁদের বক্তব্য, লাল-হলুদ আইএসএল খেলুক চাইলেও এ ব্যাপারে কলকাতার এই ক্লাবকে সাহায্য করতে রাজি নয় তারা। ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পেলে, টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে বিশ্বাস বেঙ্গালুরু এফসির সিইও মান্দার তামহানের। তবে এ ব্যাপারে ইস্টবেঙ্গলকেই কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে, সাহায্য মিলবে না বেঙ্গালুরুর কাছে। আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসির মালিক পার্থ জিন্দাল ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা দেন। লাল-হলুদকে আইএসএল খেলার জন্য আহ্বান জানিয়েছেন শিল্পপতি জিন্দাল। এতে ভারতীয় ফুটবলের বৃত্ত সম্পন্ন হবে বলেও টুইটারে লিখেছেন বেঙ্গালুরু এফসির সিইও।

সূত্রের খবর, কোয়েসের পাঠানো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্টে সই করে ফেলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই চুক্তিপত্র নাকি কোয়েসের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে খবর। এরপর ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরে পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসের শেষেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মতো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্ট লাল-হলুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের। ইস্টবেঙ্গলই নাকি সেই চুক্তিপত্রে সই করেনি বলে জানিয়েছিলেন আইজ্যাক।