এই মুহূর্তে খেলাধুলা

স্বস্তি ম্যাঞ্চেস্টার সিটির, আগামী মরসুমেই দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে।

স্পোর্টস ডেস্ক, ১৪ জুলাই:- উয়েফার শাস্তি খারিজ করে ইউরোপের ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটির খেলার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ক্রীড়া আদালত। ফলে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষেত্রে কোনও বাধাই থাকল না পেপ গুয়ার্দিওলার দলের। ক্লাব লাইসেন্সিং ও ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় চলতি বছরের শুরতে ম্যাঞ্চেস্টার সিটিকে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা থেকে ২০২০-’২১ ও ২০২১-’২২, এই দুই মরসুমের জন্য নির্বাসিত করেছিল উয়েফা। পাশাপাশি ৩০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৬ কোটি) জরিমানা করে। উয়েফা জানিয়েছিল, 

২০১২ থেকে ’১৬, এই চার বছর স্পনসরদের কাছ থেকে প্রাপ্ত অর্থ  নিয়ে উয়েফাকে ভুল তথ্য দিয়েছিল ম্যান সিটি। তদন্তেও সহযোগিতা করেনি। তাই দু’বছরের জন্য নির্বাসনের সিদ্ধান্ত নেয় উয়েফা। এর পরেই ক্যাসের দ্বারস্থ হয় ম্যান সিটি। সোমবার লোজ়ানের ক্রীড়া আদালত তাদের রায়ে জানিয়েছে, আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করেনি ম্যান সিটি। তবে তদন্তে সহযোগিতা না করার অভিযোগে জরিমানা বহাল রয়েছে। তার পরিমাণ অবশ্য ৩০ থেকে কমিয়ে ১০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬ কোটি) করে দিয়েছে। ক্যাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ম্যান সিটির বিরুদ্ধে উয়েফা যে অভিযোগ করেছে, তা হয় প্রমাণ করতে পারেনি। অথবা সময় মতো জমা দিতে পারেনি।” ম্যান সিটির তরফে এই রায়কে স্বাগত জানিয়ে বলা হয়, ‘‘যাঁরা এই রায় দিয়েছেন, তাঁদের সকলকে ক্লাবের তরফ থেকে ধন্যবাদ।’’