এই মুহূর্তে জেলা

বিজেপির ১২ ঘন্টার বনধে জনজীবন স্তব্ধ উত্তরবঙ্গে।

হেমতাবাদ , ১৪ জুলাই:- বিজেপির ডাকা ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বাকযুদ্ধ, উত্তেজনা রায়গঞ্জ শহরে। জোর করে হুমকি দিয়ে বনধ করার অভিযোগে পুলিশ বিজেপি নেতা অভিজিৎ যোশী, দলের মহিলা মোর্চার নেত্রী পাভেলা সরকার সহ ৩০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বিজেপি নেতা অভিজিৎ যোশী জানিয়েছেন এভাবে গ্রেফতার করে বনধকে আটকানো যাবেনা । হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হত্যাকান্ডের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা শুরু হয়ে যায় উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে।

একদিকে বিজেপি কর্মী সমর্থকেরা বনধ সফল করতে শহরজুড়ে মোটরবাইক র‍্যালি করে। সরকারি বাস চালানোর সরকারি প্রয়াস বন্ধ করার চেষ্টা করে অপরদিকে রায়গঞ্জ থানার পুলিশ জনজীবন স্বাভাবিক রাখতে উদ্যোগী হয়। ফলে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের সাথে বাকযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশ আটকে দেয় বিজেপির বাইক র‍্যালি সহ বনধের সমর্থনে প্রচারও। এই ঘটনা নিয়ে উত্তেজনাও দেখা দেয় রায়গঞ্জে। রায়গঞ্জ পুলিশ জেলার ডি এস পি প্রসদা প্রধান ও রায়গঞ্জ থানার আইসি’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী বিজেপির বিক্ষোভ সামাল দিতে রাস্তায় নামে। গ্রেফতার করা হয় বিজেপি নেতা কর্মীদের।