স্পোর্টস ডেস্ক , ১১ জুলাই:- স্পনসরশিপ রেভিনিউ নিয়ে আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় আগামী দু’মরশুমের জন্য ম্যাঞ্চেস্টার সিটিকে ব্যান করেছিল উয়েফা। আগামী ২০২২-২৩ মরশুম পর্যন্ত ইউরোপিয়ান কোনও প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সিটির অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। এই শাস্তির বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ খোলা ছিল ম্যান সিটির কাছে। আদালতে মামলা করা হয়। ৮-১০ জুন শুনানি হয় অনলাইনে। আগামী সোমবার সেই শুনানির রায় জানাবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। সোমবার সেই রায়ের দিকেই এখন তাকিয়ে ম্যাঞ্চেস্টার সিটির সমর্থকরা।
বিগত বেশ কয়েক বছর ধরে আবু ধাবির রয়্যাল পরিবারের মালিকানাধীন ইংল্যান্ডের এই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ছিল নিয়ম লঙ্ঘনের। ২০১৮ নভেম্বরে জার্মানির এক ম্যাগাজিনে সেই সংক্রান্ত ক্লাবের ই-মেল ও বিভিন্ন নথি প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসে উয়েফা। পর্তুগালের একটি হ্যাকার গ্রুপ এব্যাপারে ওই ম্যাগাজিনটিকে সহযোগীতা করেছিল বলে জানা যায়। বিশেষজ্ঞ কমিটি গড়ে তদন্ত শুরু করে উয়েফা। তদন্তের নির্যাস হিসেবে আগামী দু’মরশুম ম্যান সিটিকে ইউরোপিয়ান সমস্ত প্রতিযোগীতা থেকে ব্যান করার সিদ্ধান্ত নেয়।