এই মুহূর্তে খেলাধুলা

বাগান সমর্থকদের বড় উপহার ! আগামী দিনে সবুজ -মেরুন মাঠেই আইএসএল ।

স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- সমর্থকদের আবেগকে সম্মান দেখিয়ে জার্সিংর রঙ সবুজ-মেরুনই ধরে রাখা। পালতোলা নৌকোকে লোগো হিসেবে জার্সিতে জায়গা দেওয়া। তাতেই শেষ নয়। এটিকে-মোহনবাগানের হোম গ্রাউন্ড হিসেবে ময়দানের সবুজ-মেরুন ক্লাবের মাঠকেই বেছে নেওয়া হচ্ছে। শুক্রবার মোহনবাগান-এটিকের প্রথম বৈঠকের পর এটিকে-মোহনবাগানের প্রধান মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন , ‘‘আমাদের দেখতে হবে যাতে ভবিষ্যতে আইএসএলের খেলা এবং এএফসি ম্যাচের মতো আন্তর্জাতিক খেলাও মোহনবাগান মাঠে করা যায়। তার জন্য এই মাঠকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চাই।’’ 

আইএসএল খেলাকালীন এটিকে-র ম্যাচ যুবভারতীতেই হত। ভবিষ্যতে মোহনবাগান মাঠকেই তাঁরা যে ‘বেস’ করতে চাইছেন। অর্থাৎ এক কথায় স্পষ্ট আগামী দিনে একগুচ্ছ আধুনিক মানের পরিকাঠামোর ছোঁয়া পেতে চলেছে ময়দানের গঙ্গা পাড়ের ক্লাব তাবু । এটিকে-মোহনবাগানের নামে ‘সকার-স্কুল’ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এই ফুটবল পাঠশালা ছড়িয়ে দিতে চান সারা দেশে। গোয়েঙ্কা বলছেন,‘‘বাংলায় ইতিমধ্যেই ছোটখাটো করে এই স্কুল আমরা শুরু করেছি। সারা দেশে ছড়িয়ে দিতে চাই। যাতে নতুন প্রতিভা তুলে আনা যায়। আমাদের লক্ষ্য হবে, এই স্কুল থেকে এমন সব খেলোয়াড় বের করা, যারা জাতীয় স্তরে নজরে আসবে।’’