স্পোর্টস ডেস্ক , ১০ জুলাই:- ৭১ তম জন্মদিনে ৩৫ শিশুর হৃদপীণ্ডে অস্ত্রোপচারের খরচ বহন করার প্রতিশ্রুতি দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়ে ফের দৃষ্টান্ত স্থাপন করলেন দ্য গ্রেট সানি।গত বছরও নিজের জন্মদিনে ৩৫ জন দুঃস্থ পরিবারের শিশুর হার্ট সার্জারির খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনীল গাভাসকর। সেই প্রতিশ্রুতি তিনি পালনও করেছিলেন। এবারও একই উদ্যোগ নিয়ে নানা মহলের প্রশংসা কুড়িয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।
খরগড়ের শ্রী সত্য সাঁই সঞ্জীবনী হসপিটাল ফর চাইল্ড হার্ট কেয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত সুনীল গাভাসকর। ৩৫ জন শিশুর হৃদপীণ্ডে অস্ত্রোপচার ওই হাসপাতালেই হবে বলে জানিয়েছেন দ্য গ্রেট সানি। বর্তমান বিশ্বে শিশুস্বাস্থ্য অতি গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক বিষয় হয়ে উঠেছে। শিশুরাই দেশের ভবিষ্যত, অভিভাবকদের আশা বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি। তাই শিশুদের স্বাস্থ্যই তিনি প্রাধান্য দিয়ে দেখছেন বলে জানিয়েছেন গাভাসকর।