এই মুহূর্তে খেলাধুলা

শুক্রবার সৌরভের নেতৃত্বে মোহনবাগান-এটিকের প্রথম বৈঠক, নাম-লোগো সহ একাধিক সিদ্ধান্তের অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- মোহনবাগান-এটিকের মার্জার হওয়ার পর নতুন কোম্পানির নাম এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড রাখা হয়েছে। ক্লাবের শেয়ারে এটিকের অংশীদারিত্ব বেশি, বোর্ডেও এটিকের সদস্য বেশি। সেক্ষেত্রে মার্জার ক্লাবের নামেও কি এটিকে আধিক্য থাকতে চলেছে?অনেকে মনে করছেন নতুন ক্লাবে এটিকে নামটিই সম্ভবত আগে বসতে চলেছে। আর সেই বিষয়ে চূড়ান্ত নিতে শুক্রবার হাইভোল্টেজ বৈঠকে বসছে মোহনবাগান-এটিকে। দুই ক্লাবের সংযুক্তিকরণের পর প্রথম বৈঠক ঘিরে চড়ছে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ।

তবে সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে নতুন দলের নাম হতে পারে ‘মোহনবাগান আ্যথলেটিক ক্লাব কলকাতা’। এছাড়া জার্সির লোগোতে মোহনবাগানের ঐতিহ্যের চিরাচরিত পালতোলা নৌকাও থাকতে চলেছে। হোম জার্সিতে সবুজ-মেরুন রঙ থাকার সম্ভাবনা বেশি, তবে অ্যাওয়ে জার্সি কী হতে পারে ইঙ্গিত পাওয়া যায়নি। শুক্রবার মার্জার ক্লাবের বোর্ড অফ ডিরেক্টররা দুপুর ১২ টার সময় প্রথমবার অন-লাইনে মিটিং করবেন। বোর্ডের নতুন ডিরেক্টর হিসেবে প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন ক্লাবের নাম, লোগো, হোম ও অ্যাওয়ে জার্সির রঙ ও আন্তর্জাতিক মানের একাডেমি নিয়ে ডিরেক্টরদের মধ্যে আলোচনা হবে।