এই মুহূর্তে খেলাধুলা

লাল-হলুদের সিংহভাগ শেয়ার কিনতে চলেছে মিনার্ভার মালিক ।


স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- লাল-হলুদের অধিকাংশ শেয়ার কেনার ইচ্ছাপ্রকাশ করলেন মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জীত বাজাজ।  ইতিমধ্যে এ ব্যাপারে তিনি কোয়েসের সঙ্গে কথা বলেছেন বলেও খবর। স্পোর্টিং রাইটস হাতে না পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসের হাতেই থাকবে। সেই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে ২০১৭-১৮ মরশুমের আইলিগ জয়ী ক্লাব মিনার্ভা এফসি তথা মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জীত বাজাজ। যদিও এই ইস্যুতে ইস্টবেঙ্গল কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। রঞ্জীত বাজাজ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে কোয়েসের সঙ্গে তাঁদের কথা অনেকটাই এগিয়েছে।

আইনি কাগজপত্র তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের ওই শিল্পপতি। বলেছেন , ইস্টবেঙ্গল ও কোয়েসের পাকাপাকি বিচ্ছেদ জন্য তিনি অপেক্ষা করছেন। কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাকের বক্তব্য, মে মাসের শেষেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মতো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্ট লাল-হলুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের। সঙ্গে তাঁর অভিযোগ যে ইস্টবেঙ্গলই নাকি সেই চুক্তিপত্রে সই করেনি। লাল-হলুদ এই প্রক্রিয়া সম্পন্ন করলেই তাদের স্পোর্টিং রাইটস ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন আইজ্যাক।