এই মুহূর্তে জেলা

পাকা রাস্তার দাবীতে এবারে পথ অবরোধে সামিল হলো গ্রামবাসীরা।


সুদীপ দাস , ৯ জুলাই:- পাকা রাস্তার দাবীতে এবারে পথ অবরোধে সামিল হলো গ্রামবাসীরা। বিশেষ করে গ্রামের মহিলারা রাস্তার উপর গাছের গুড়ি ফেলে পথ অবরোধে সামিল হয়। প্রায় ঘন্টা দু’য়েক ধরে অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড়-ভিটাসীন গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁটাগর ডিভিসি ক্যানেল পার মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এই পঞ্চায়েত এলাকার পোটবা রায়পুকুরডাঙ্গা থেকে কাঁটাগর ডিভিসি ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তা। বর্ষায় এই রাস্তার বেহাল দশা।

বর্তমানে যা অবস্থা তাতে রাস্তা না বলে জমির আল বলালে কোন ভূল হবে না। প্রায় ৮কিমি এই রাস্তা দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকে নিয়ে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ বহুবার পঞ্চায়েতকে জানিয়েও কোন কাজ হয়নি। এর প্রতিবাদেই আজ মূলতঃ গ্রামেত মহিলারা একজোট হয়ে পথ অবরোধে সামিল হয়। এবিষয়ে স্তানীয় সিপিএমের পঞ্চায়েত সদস্যা দীপালি বাগ বলেন আমি নিজেই পঞ্চায়েতে এই রাস্তা সারাইয়ের দাবী জানিয়েছি কিন্তু তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েত কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা নেয়নি। এদিন প্রায় ঘন্টা দুয়েক অবরোধ চলার পর সাধারন মানুষের কথা ভেবে নিজেরাই এই অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। যদিও আগামীদিনে তাঁরা এই রাস্তার দাবীতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।