এই মুহূর্তে জেলা

পেট্রোপন্নের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ।


তরুণ মুখোপাধ্যায় , ৬ জুলাই:- কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে লাগাম ছাড়া ভাবে সাধারণ মানুষের রুজি রোজগার কেড়ে নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে যেভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিকরছে , লাভজনক সংস্থাকে প্রাইভেটাইজেশন করছেন বিএসএনএল এয়ার ইন্ডিয়া সহ লাভজনক সংস্থাকে পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে রিষরা তৃণমূল কংগ্রেসের ৮ এবং ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখাল ইনডেন গ্যাস অফিসের সামনে এবং সন্ধ্যা বাজারের হেস্টিংস জুট মিলের সামনে বিক্ষোভ সংগঠিত হয় । এই বিক্ষোভে ব্যাপকহারে তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন। রিষড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিপদের দিনে এবং করোনার আবহে যেখানে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন

এবং আমফান ঝড়ের পর যেভাবে মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছে, তার কোন তুলনা নেই। অথচ আমাদের নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার তারা কি করছে একের পর এক জনবিরোধী নীতি প্রয়োগ করছে সাধারণ মানুষের উপর। মানুষ কে আজ বাঁচার অধিকার থেকে তারা বঞ্চিত করছে ,সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে ,পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ,কিন্তু কোনোরকম প্রতিকার নেই। এর বিরুদ্ধে আমাদের নেত্রীর নির্দেশে আমরা পথে নেমেছি আমরা এই বিক্ষোভ লাগাতারভাবে চালিয়ে যাবো যতদিন না কেন্দ্রীয় সরকার এই সমস্ত জনবিরোধী নীতি থেকে সরে না আসে। আজকের এই বিক্ষোভে বিজয় সাগর মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধান জাহিদ হাসান খান প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সরকার , তাপস সরখেল মনোজ গোস্বামী ,কৌশিক ,মুখার্জী সহ তৃণমূল নেতৃত্ব । এদিনের বিক্ষোভে প্রচুর পরিমাণে মহিলা কর্মীরা অংশ নেন।