নবান্ন , ৬ জুলাই:- রাজ্যে এবার শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ টালিগঞ্জের চলচ্চিত্রশিল্পের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন,দর্শক ছাড়া চাইলে রিয়ালিটি শো করা যেতে পারে। তবে অডিশনের নামে প্রচুর লোকের জমায়েত করা যাবে না। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার তিনি পরামর্শ দিয়েছেন। তবে চলচ্চিত্রশিল্পীদের স্বার্থে আর্টিস্ট ফোরামের অনুরোধে ৩৫ জনের পরিবর্তে ৪০ জনকে নিয়ে শ্যুটিং করার বিষয়ে মুখ্যমন্ত্রী আজ ছাড়পত্র দিয়েছেন। স্থানীয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষে মুষ্টিমেয় শিল্পীদের নিয়ে আউটডোর শুটিংয়ে অনুমতি দেয়া হবে বলে তিনি জানান।
অন্যদিকে টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীদের উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে বলে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন। রাজ্য সরকারের তৈরি করে দেওয়া পরিকাঠামো টালিগঞ্জের প্রবীণ শিল্পী ও কলাকুশলীরা সেখানে নবাগতদের প্রশিক্ষণ দেবেন। অন্যদিকে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল গুলিকে রাজ্য সরকার সহায়তা করবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি জানান সারাদেশের মধ্যে একমাত্র এরাজ্যে সিনেমা সিরিয়ালের শুটিং শুরু হয়েছে।এই সুযোগকে কাজে লাগিয়ে হিন্দি চলচ্চিত্র নির্মাতাদের এরাজ্যে শুটিং করার জন্য আহ্বান জানানো হচ্ছে।