এই মুহূর্তে জেলা

আমফানের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে নিজের দলেরই প্রধানের হাতে প্রহৃত তৃণমূলের সদস্য।

সুদীপ দাস , ৬ জুলাই:- এবারে আমফানের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় তৃণমূলের প্রধান ও উপপ্রধানের হাতে প্রহৃত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। বর্তমানে আহত ওই পঞ্চায়েত সদস্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া-মগরা ব্লকের দিগসুই-হোয়েরা গ্রাম পঞ্চায়েতে। আক্রান্ত ওই পঞ্চায়েত সদস্যের নাম মহঃ হানিফ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান প্রদীপ রায় ও উপ-প্রধান বীরেশ্বর খাঁড়া। প্রসঙ্গত দিগসুই-হোয়েরা গ্রাম পঞ্চায়েতের মোট ১৮ টি আসনের মধ্যে ১ করে মোট দুটি সিপিএম ও নির্দলের দখলে বাকি ১৬টি আসনই তৃণমূলের দখলে। অভিযোগ আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে চরম দুর্নীতি করেছে এই পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান যথাক্রমে প্রদীপ রায় ও বীরেশ্বর খাঁড়া। এই দুজনের বিরুদ্ধে মহঃ হানিফ হুগলীর জেলাশাসকের কাছে অভিযোগ করেন।

যেই অভিযোগ পত্রে পঞ্চায়েতের মোট ১০জন তৃণমূল সদস্য স্বাক্ষরও করেন। অভিযোগ সেই রাগেই গত শনিবার দলবল নিয়ে এসে মহঃ হানিফকে বেধরক মারধর করে অভিযুক্ত প্রধান ও উপ-প্রধান। ঘটনার পর স্থানীয়রা হানিফকে প্রথমে মগরা গ্রামীন হাসপাতাল ও পরে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ হানিফকে হাসপাতালে দেখতে আসেন হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি সুমনা সরকার, তৃণমূল নেতা সমীর সরকার সহ অন্যান্যরা। আহত হানিফ বলেন আমি দলীয় স্তরে অভিযুক্তদের বিরুদ্ধে জানিয়েছি। দল যদি কোন ব্যাবস্থা না নেয় তাহলে আমরা ১০জন বিক্ষুব্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য পদত্যাগ করবো। যদিও এবিষয়ে অভিযুক্তদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।