এই মুহূর্তে খেলাধুলা

এটিকে-মোহনবাগান সংযুক্তিতে নয়া চমক মহারাজ !

স্পোর্টস ডেস্ক, ৫ জুলাই:- আসন্ন মরসুমে আইএসএল খেলতে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান। এরপর সংযুক্ত দুই ক্লাবকে নিয়ে কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস গ্রাইভেট লিমিটেড নামে কোম্পানি গঠন হয়েছে। সেই সঙ্গে সংযুক্ত দুই ক্লাবের কর্তাদের নিয়ে নতুন বোর্ড গঠনও হয়েছে। সেই বোর্ডেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। আগামী ১০ জুলাই অনলাইনে নতুন বোর্ডের প্রথম বৈঠক। অনলাইনে দুপুর ১২টায় বৈঠক শুরু হবে। বৈঠকে সংযুক্ত ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিয়ে বড় চমক দিতে পারেন। ফলে বোর্ডের ওজন অনেকটা বাড়ল বলা যেতে পারে।

দুই ক্লাবের সংযুক্তি নিয়ে মোহনবাগান ফুটবল সমর্থকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেকেই এখনও ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে কর্পোরেট এটিকের মিশে যাওয়ার পর জার্সি-লোগো কী হতে চলেছে, সেই নিয়ে সংশয়ে থেকে মতামতের দিক থেকে বিপরীত স্রোতে রয়েছেন। তবে নতুন সংযুক্ত ক্লাবে দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভের নাম জুড়ে যাওয়ায় সমর্থকদের মধ্য অন্য আবেগ কাজ করতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত ২০১৪ সাল থেকে আইএসএলের ক্লাব এটিকের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় যুক্ত রয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক এটিকের অন্যতম ডিরেক্টর ছিলেন। জানা গিয়েছে বোর্ডের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাও বোর্ডের ডিরেক্টর পদে থাকতে চলেছেন। বোর্ড অফ ডিরেক্টরে এটিকের ৮ কর্তা ও মোহনবাগানের দুই কর্তা থাকতে চলেছেন।