এই মুহূর্তে জেলা

দিলীপ ঘোষের লাল চোখ আগামী ছয় মাসের মধ্যে হলুদ করে দেব বলেন, বিস্ফোরক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া , ৫ জুলাই:- বাঁকুড়া গঙ্গাজলঘাটির অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ে  তৃণমূল কংগ্রেসের এক বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মীসভায় এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলেন, বাংলার তৃণমূল কর্মীদের কে লাল চোখ দেখাবেন না,না হলে আপনার সেই লাল চোখ আগামী ছমাসের মধ্যে হলুদ করে দেবো। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কে এই আক্রমণাত্মক ভাষাতেই তীব্রভাবে হুশিয়ারি দিলেন শ্রীরামপুরের সাংসদ তথা বাঁকুড়া জেলা তৃণমূলের কো পর্যবেক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মাত্র রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেই হবে না, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আপনাদেরকে প্রতিবাদ করতে হবে,

প্রতিবাদের ঝড় তুলতে হবে। যদি বিজেপির কোনো নেতা মন্ত্রীরা সোশ্যাল সাইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোন কুরুচিকর মন্তব্য করেন তাহলে আপনারা দ্রুত তার পাল্টা জবাব দিন। রাজনৈতিক কর্মশালায় অংশ নেওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এ বার্তাই দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ চক্রবর্তী জানান বিজেপি সিপিএম কংগ্রেস একত্রিতভাবে যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে তাই তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।