এই মুহূর্তে জেলা

সরকারী ভাবে বাতিল হয়ে গেলো হুগলী-চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া।

সুদীপ দাস , ৩ জুলাই:- জয়ী হলো হুগলী-চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। সরকারীভাবে বাতিল হয়ে গেলো পুরসভার নিয়োগ প্রক্রিয়া। এতদিন পর্যন্ত শুধু সংবাদমাধ্যমের কাছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নিয়োগ বাতিলের কথা জানালেও কোনরকম লিখিত নির্দেশনামা না আসায় নতুন পদে নিয়োগ হওয়া ব্যাক্তিরা বহাল তবিয়তেই দ্বায়িত্ব সামলাচ্ছিলেন। প্রথমে বিরোধীরা দুর্নীতির অভিযোগে নিয়োগ বাতিলের আন্দোলনে নামলেও গত কয়েকদিন ধরে এর বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। ৬৭ জন মজদুর ও ৯জন পিওন নিয়ে মোট ৭৬ জনের যে নতুন নিয়োগ হয় তার মধ্যে পুরসভার এক বিদায়ী কাউন্সিলর ছাড়াও বেশকয়েকজন কাউন্সিলর ও তৃণমূল নেতার ঘরের লোকও ছিলো।

তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ও দুর্নীতির গন্ধ পেয়ে নিজেই এই নিয়োগ বাতিলের আবেদন জানান রাজ্যের পুরমন্ত্রীকে। পুরমন্ত্রী সাংসদের কথায় সায় দিয়ে সংবাদমাধ্যমের কাছে নিয়োগ বাতিলের কথা জানালেও লিখিত চিঠি না আসার কথা বলে পুরপ্রশাসক নিয়োগ বাতিল করেননি। পুরপ্রশাসকের বক্তব্য ছিলো যতক্ষনে না লিখিত নির্দেশনামা আসছে ততক্ষন তিনি নিয়োগ প্রক্রিয়া খাতায়-কলমে বাতিল করতে পারবেন না। অন্যদিকে অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে আজও পুরসভার গেট খোলা যায়নি। তবে দুপুরের পরই সুখবর আসে অস্থায়ী কর্মীদের কাছে। জানা যায় নিয়োগ বাতিলের সরারী চিঠি এসে পৌঁছেছে। যেখানে পুর প্রশাসককে বলা হয়েছে পুরনো নিয়োগ বাতিল করে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। এরপরই অস্থায়ী কর্মীদের আন্দোলন উৎসবের রূপ নেয়।