এই মুহূর্তে খেলাধুলা

বিদেশের মাটিতেই চলতি বছরের আইপিএল !

স্পোর্টস ডেস্ক,২ জুলাই:- বিদেশেই সম্ভবত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩  তম সংস্করণ ৷ ইউনাইটেড আরব আমিরশাহি অথবা শ্রীলঙ্কাতে বসতে চলেছে এই বছরের আইপিএল এর আসর ৷ যদিও এখনও কোনও ফাইনাল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিদেশে আইপিএল কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বর্তমানে বিসিসিআই  টি-২০ বিশ্বকাপের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে৷ একটি সংবাদ সংস্থার কাছে বিসিসিআই এর এক আধিকারিক বলেন, ‘‘আমরা এখনও স্থান নির্বাচন করতে পারিনি ৷ তবে সম্ভবত দেশের বাইরেই যাচ্ছে আইপিএল ৷ ভারতের বর্তমান পরিস্থিতিতে একাধিকদল এক জায়গায় খেলা নিরাপদ নয় ৷ যদিও রুদ্ধদ্বারে খেলা হবে ৷ বর্তমানে লড়াই চলছে ইউনাইটেড আবর আমিরশাহি ও শ্রীলঙ্কার মধ্যে ৷ করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আমাদের এই দুটি দেশ থেকে একটি বেছে নিতে হবে ৷ আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব ৷’’তবে প্রথম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের ইচ্ছা ছিল দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করার ৷ কিন্তু বর্তমানে ভারতের করোনা পরিস্থিতিতে টুর্নামেন্টটিকে দেশের বাইরে নিয়ে যেতে বাধ্য করছে বোর্ডকে ৷