স্পোর্টস ডেস্ক,২ জুলাই:- বিদেশেই সম্ভবত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম সংস্করণ ৷ ইউনাইটেড আরব আমিরশাহি অথবা শ্রীলঙ্কাতে বসতে চলেছে এই বছরের আইপিএল এর আসর ৷ যদিও এখনও কোনও ফাইনাল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিদেশে আইপিএল কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ বর্তমানে বিসিসিআই টি-২০ বিশ্বকাপের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে৷ একটি সংবাদ সংস্থার কাছে বিসিসিআই এর এক আধিকারিক বলেন, ‘‘আমরা এখনও স্থান নির্বাচন করতে পারিনি ৷ তবে সম্ভবত দেশের বাইরেই যাচ্ছে আইপিএল ৷ ভারতের বর্তমান পরিস্থিতিতে একাধিকদল এক জায়গায় খেলা নিরাপদ নয় ৷ যদিও রুদ্ধদ্বারে খেলা হবে ৷ বর্তমানে লড়াই চলছে ইউনাইটেড আবর আমিরশাহি ও শ্রীলঙ্কার মধ্যে ৷ করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আমাদের এই দুটি দেশ থেকে একটি বেছে নিতে হবে ৷ আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব ৷’’তবে প্রথম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের ইচ্ছা ছিল দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করার ৷ কিন্তু বর্তমানে ভারতের করোনা পরিস্থিতিতে টুর্নামেন্টটিকে দেশের বাইরে নিয়ে যেতে বাধ্য করছে বোর্ডকে ৷
Related Articles
পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়।
হাওড়া, ২ ডিসেম্বর:- পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়। উত্তর হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায় এর জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। দেখা যায় রাস্তার মাঝখানে পাইপ লাইন ফেটে বেরোচ্ছে জল। বিশালাকৃতির গর্ত হয়ে রাস্তারও ক্ষতি হয় বলে জানা গেছে। যার ফলে সোমবার ওই রাস্তায় গাড়ি চলাচলও ব্যাহত হয়। ইতিমধ্যেই পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। […]
পান্ডুয়ায় এটিএম লুটের চেষ্টা! উদ্ধার গাড়ি,গ্যাস কার্টার তদন্তে পুলিশ।
হুগলি,২৭ মে:- কুলটি মোর এলাকার জিটি রোড হাটতলায় একটি রাষ্ট্রায়ত্তক ব্যাংকের এটিএম-এ গতকাল গভীর রাতে লুটের চেষ্টা করে দুষ্কৃতিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত দুটো নাগাদ এক দুষ্কৃতি মাথায় টুপি পরে মুখ ঢেকে এটিএম এ ঢোকে।প্লাস দিয়ে এটিএম এর ভিতরে থাকা সিসি ক্যামেরা বন্ধ করে। যে জমিতে এটিএম কিয়স্ক ভাড়া দেওয়া তার মালিক শুভজিৎ পাল […]
স্কুলের পাশাপাশি সরকারি দপ্তরের কর্মীদের পোশাকের বরাতও পেতে চলেছে স্বনির্ভর গোষ্ঠী।
কলকাতা, ৪ মার্চ:- স্কুল পোশাকের পাশাপাশি রাজ্য সরকারের আরও চারটি দফতরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের পোশাক ও উর্দি তৈরির বরাতও এবার স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যদফতরের অধীন আশাকর্মী, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী, বিপর্যয় মোকাবিলা বিভাগের স্বেচ্ছাসেবি বাহিনী -এনভিএফ এবং স্বরাষ্ট্র দফতরের সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডদের পোশাক এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা […]









