এই মুহূর্তে খেলাধুলা

লাল-হলুদ ফুটবলারদের কিছুটা স্বস্তি! এপ্রিলের বেতন শোধ।

p style=”font-size: 16px; text-align: justify;”>স্পোর্টস ডেস্ক , ৩০ জুন:- করোনা ভাইরাসের আবহে দুই মাসের বকেয়া বেতন চেয়েও না পেয়ে ফিফার দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছিলেন ইস্টবেঙ্গলের দেশি-বিদেশি ফুটবলার ও সাপের্ট স্টাফরা। তাই হয়তো তড়িঘড়ি পদক্ষেপ করলেন লাল-হলুদের কর্তারা। দলের ফুটবলারদের এপ্রিল মাসের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তা থেকে ফুটবল মহলের অনুমান, কোয়েসের সঙ্গে হয়তো দ্বন্দ্ব মিটতে চলেছে লাল-হলুদের। গত তিন মাস ধরে যে কালির দাগ মুছতে হিমশিম খাচ্ছিলেন লাল-হলুদ কর্তারা, তা কিছুটা হলেও মুছতে সক্ষম হল ইস্টবেঙ্গল। একই সঙ্গে দলের ফুটবলারদের আস্থা কিছুটা হলেও অর্জন করল রেঞ্জার্সরা।

p style=”font-size: 16px; text-align: justify;”>উল্লেখ্য করোনা ভাইরাস সহ নানা অজুহাত দেখিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভঙ্গ করে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। ফলে মে মাসের বেতন থেকে বঞ্চিত হন লাল-হলুদের ফুটবলাররা। তাঁদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতনও ঢুকছিল না বলে অভিযোগ। চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেতন দেওয়ার দায়িত্ব কোয়েসের। ৩১ মে পর্যন্ত বেতন পাওয়ার কথা ফুটবলারদের। কিন্তু সূত্রের খবর, কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ই-মেলের মাধ্যমে লাল-হলুদ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে ৩০ এপ্রিলেই শেষ হয়েছে চুক্তি। বেতনের দাবিতে প্রথমে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই-র দ্বারস্থ হয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তাতে কাজ না হওয়ায় তাঁরা সরাসরি কোয়েসকেই চিঠি লেখেন। ফিফার নিয়মকে সামনে রেখে দাবি মানা না হলে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিভঙ্গ করে ক্ষতিপূরণ চাওয়ার হুমকিও দেন ফুটবলাররা। অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে কোয়েস ও ইস্টবেঙ্গল কর্তাদের চিঠি লেখেন দলের বিদেশি ফুটবলার এবং কোচ। ফিফার দ্বারস্থ হওয়ার হুমকি দেন তাঁরা।