এই মুহূর্তে খেলাধুলা

স্প্যানিশ লা লিগায় নয়া মাইলস্টোন রিয়ালের।

স্পোর্টস ডেস্ক , ২৯ জুন:- স্প্যানিশ লা লিগার ম্যাচে এস্পানিওলকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের জয় সূচক একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসমিরো। এই গোলটিতে দুর্দান্ত এক অ্যাসিস্ট করেন করিম বেনজমা। ক্যাসমিরো মনে করেন গোলটার অ্যাসিস্টাই ছিল সবকিছু। তাই এই গোলটি তার নয়, এটা বেনজামার। ম্যাচ শেষে ক্যাসমিরো বলেন, “এই গোলটি করিমের। তার যে গুন রয়েছে এবং তার যে যোগ্যতা সেই সম্পর্কে আমরা অভ্যস্ত আছি। আমি তার সঙ্গে গোলটি সেলিব্রেট করেছি কারণ এই গোলের সমস্ত কৃতিত্ব তার। আমরা তার যোগ্যতা সম্পর্কে জানি এবং সেজন্যই আমি বলের জন্য ডাক দিয়েছিলাম। আমি জানতাম সে আমাকে খুঁজে বেড় করবেই।”

রিয়াল মাদ্রিদের এই জয়ের ফলে লা লিগায় প্রথম দল হিসেবে দারুণ এক মাইলফলক স্পর্শ করে তারা। অর্ধেক কাজ বার্সালোনা আগেই করে দিয়েছিল। সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে দুই পয়েন্ট খুঁইয়েছিল তারা। এরপর বাকি থাকা অর্ধেক কাজ গতরাতে করে নিল রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের জয়ে। এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে কোন একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি জয় এখন রিয়াল মাদ্রিদেরই। এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ মোট ১০৩ ম্যাচ জিতেছে, ড্র করেছে ৩৩ ম্যাচে এবং হেরেছে ৩৫ ম্যাচে।