এই মুহূর্তে জেলা

“হাম সব চোর হায়” সিনেমার বাস্তবিক চরিত্রই তৃণমূল কংগ্রেস – তোপ সায়ন্তনের।

হুগলি , ২৮ জুন:- অনেকদিন আগে হাম সব চোর হ্যায় বলে একটা হিন্দি সিনেমা এসেছিল বর্তমানে তৃণমূল দলটা হচ্ছে তাই । ওদের দলের মধ্যে এত চোর আছে যে দলটাই উঠে যাবার জোগাড় হয়েছে। আজ হুগলির রাজবলহাট এক অনুষ্ঠানে এসে বিজেপি নেতা সায়ন্তন বসু সাংবাদিকদের কাছে একথা জানালেন । তাকে প্রশ্ন করা হয়েছিল আমফানের ত্রাণের টাকা বিলি নিয়ে তৃণমূল দলের মধ্যে স্বচ্ছতা আনতে দল তদন্ত করছে। তার উত্তরে সায়ন্তনবাবু বলেন যে চোর সে চোরের বিরুদ্ধে তদন্ত করছে। এটা করতে গিয়ে ঠগ বাছতে গা উজাড় হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তিনি বলেন বীরভূম সন্ত্রাসবাদীদের কেন্দ্র স্থলে পরিণত হয়েছে । বারুদের স্তুপ এর মত অবস্থায় রয়েছে ।

এখানে সন্ত্রাসবাদী আসছে মিটিং করছে মুরারই খাগড়া ঘরের কাছেই তাই আমি এখানে যেহেতু সন্ত্রাসবাদ বিস্ফোরকের বিষয় উঠে আসছে , তার জন্য আমি অবিলম্বে এনআইএর তদন্তের দাবি করছি । তার সঙ্গে সঙ্গে তিনি অভিযোগ করেছেন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল সমর্থকরা ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে গতকাল থেকে সেখানে আমাদের বহু কর্মী গুলিবিদ্ধ হয়েছে । তার মধ্যে বিজেপির জেলা সম্পাদক হয়েছেন। তার অভিযোগ এটা তৃণমূল পরিকল্পিত ভাবে করেছে । আমি নিজে ওখানকার কাঁথি যে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে দেওয়া হয় নি। যদি যেতে পারতাম তাহলে টিএমসির হারমাদ এই ঘটনা ঘটাতে সাহস পেত না। আমি সেখানকার পুলিশ সুপারের সঙ্গে গতকাল থেকেই যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি। আমি অবিলম্বে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপে দাবি করছি।