স্পোর্টস ডেস্ক , ২৮ জুন:- ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছেন স্কোয়াডের ১০ জন ক্রিকেটার। কিন্তু মারণ ভাইরাসে আক্রান্ত ক্রিকেটারদের প্রতি উদাসীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নির্বাচক তথা দেশের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক।ইংল্যান্ড সফরে রওনা দেওয়ার আগে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় স্কোয়াডে থাকা পাক ক্রিকেটারদের। রিপোর্টে ১০ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। যাদের মধ্যে রয়েছেন হায়দার আলি, শাদাব খান, হ্যারিস রাউফ, ফকহর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজ। করোনা আক্রান্ত সকল ক্রিকেটারদের জরুরি ভিত্তিতে সেলফ-আইসোলেশনের নির্দেশ দিয়েছে পিসিবি।
কিন্তু ইনজি তাঁর ইউ টিউব চ্যানেলে জানিয়েছেন, ‘করোনা আক্রান্ত ১০ জন ক্রিকেটারকে কঠিন সময় কোনওভাবেই সাহায্য করছে না পিসিবি।’ ইনজামাম আরও বলেন, ‘বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বিগত দু’দিন ধরে পিসিবি মেডিক্যাল টিম করোনা আক্রান্ত ক্রিকেটারদের কল রিসিভ করছে না। কঠিন সময় বিশেষজ্ঞ কমিটির কোনও পরামর্শ ক্রিকেটাররা পাচ্ছেন না। এটা ভীষণই দুর্ভাগ্যের।’
সব দেখেশুনে পিসিবি’র কাছে অনুরোধের সুরে ইনজামাম বলেছেন, ‘আপনারা যদি ক্রিকেটারদের প্রতি নজর না রাখেন তাহলে হাফিজের মতো অন্যান্য অনেক ক্রিকেটারই ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষা করাতে উদ্যত হবে।’ একইসঙ্গে করোনা আক্রান্তদের সেলফ-আইসোলেশনের বদলে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রাখার ব্যবস্থা করতে বলেছেন ইনজি। যতক্ষণ না পর্যন্ত তাঁরা সুস্থ হচ্ছে ততক্ষণ ক্রিকেটারদের প্রতি পিসিবিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেশের ক্রিকেট বোর্ডকে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক।