এই মুহূর্তে জেলা

পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ কোন্নগর পুরসভার।

হুগলি , ২৭ জুন:- পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কোন্নগর পুরসভা। শনিবার কোন্নগর পুরসভার প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জীর উদ্যোগে কোন্নগর শহর জুড়ে প্রায় ৩৫০০ গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হলো। আমফান ঝড়ের দাপটে উপড়ে পড়েছে বহু ছোট বড় গাছ। এই ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পরিবেশের। সেই ক্ষতিপূরণ করতে সারা কোন্নগর শহর জুড়ে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে কোন্নগর পুরসভার প্রশাসক তথা পরিবেশপ্রেমী বাপ্পাদিত্য চ্যাটার্জী ।