হুগলি , ২৭ জুন:- যখন সারাদেশের মানুষ করোনার মতো মহামারিতে জর্জরিত সেই সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে যাচ্ছেন। সারা পৃথিবী জুড়ে যখন অপরিশোধিত তেলের দাম কমছে তখন দেশের মানুষের ঘাড়ে কোপ দিতে গত এক মাস ধরে লাগাতার ভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার ।এতে যেমন সাধারণ মানুষ বিপদে পড়ছে তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হচ্ছে ।
আজ উত্তরপাড়া গণভবনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব । উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাসিস চক্রবর্তী। তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার ভোটে জেতার জন্য রাজনীতি করছেন মানুষের কল্যাণের জন্য তাদের কাছে টাকা থাকে না অথচ একের পর এক ভার্চুয়াল মিটিং করতে তাদের টাকার অভাব হয় না ।পিএম কেয়ার ফান্ড নিয়েও বিস্তর অভিযোগ। পিএম কেয়ার ফান্ডের যিনি অডিটের দায়িত্বে আছেন সেই সংস্থার কর্ণধার বিজেপি নেতাদের সঙ্গে রয়েছে ওঠাবসা। এতে স্বচ্ছতার বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ।
দিলীপবাবু অভিযোগ করেন সীমিত পরিকাঠামো নিয়ে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কল্যাণের কাজ করে চলেছেন। কোভিদ মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসনীয় কাজ করে চলেছেন একদিকে যেমন এই রোগের টেস্টের সংখ্যা যেমন বেড়েছে তার সঙ্গে সঙ্গে সুস্থ তার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে পশ্চিমবঙ্গে ।এছাড়াও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে ।বিজেপি নেতা এবং কেন্দ্রীয় সরকারের একমাত্র কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ কিভাবে হেয় করা যায় মিথ্যা কথা মিথ্যা প্রচার করে তারা মানুষকে বিভ্রান্ত করছেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের এই ফাঁদে পা দেবেন না তারা জানেন মুখ্যমন্ত্রী কিভাবে মানুষের পাশে রয়েছেন পশ্চিমবঙ্গ বাসীর মঙ্গলের জন্য।