এই মুহূর্তে খেলাধুলা

করোনা আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।

স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা নোভাক জকোভিচ। তিনি ছাড়া আরও দুই টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ও বোর্না কোরিচের শরীরেও পাওয়া গিয়েছে করোনা। যদিও এমনটা হওয়ার আশঙ্কাই করেছিলেন অনেকেই। করোনার কারণে বিশ্ব টেনিস সংস্থার তরফে সমস্ত টেনিস টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হলেও নোভাক জকোভিচ সম্পূর্ণ নিজ উদ্যোগে সার্বিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করেন, যার নাম ‘আদ্রিয়া ট্যুর এক্সিবিশন টুর্নামেন্ট’।

জকোভিচ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেন ডমিনিক থিয়েম, আলেকজান্ডার জেরেভ, গ্রিগর দিমিত্রভ, বোর্না কোরিচের মত একাধিক টেনিস তারকা। সোমবার করোনায় নিজেদের আক্রান্ত হওয়ার খবর জানান গ্রিগর দিমিত্রভ এবং বোর্না কোরিচ। আর এবার খোদ উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম শ্রেষ্ট টেনিস খেলোয়াড় জকোভিচও করোনায় আক্রান্ত হলেন। যদিও তাদের শরীরে কোনও লক্ষণ দেখা যায়নি। আর এই হতবুদ্ধির কারণে টেনিস দুনিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন জকোভিচ সহ অন্যান্য খেলোয়াড়রা। জকোভিচের সঙ্গে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির খবর যে, জকোভিচের সন্তানদের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে।