এই মুহূর্তে জেলা

করোনা প্রতিরোধে প্রশংসনীয় উদ্যোগ হুগলি জেলা হোমিওপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশনের।

চিরঞ্জিত ঘোষ , ২১ জুন:- মহামারী করোনা প্রতিরোধে প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলি জেলা হোমিওপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশন। আজ ডানকুনি হাউসিং এলাকায় প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে আর্সেনিক এলবাম থার্টি ওষুধটি দেয়া হলো ।এ প্রসঙ্গে বলতে গিয়ে ডানকুনি পুরসভার বিদায়ী উপপ্রধান এবং ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য দেবাশিস মুখোপাধ্যায। তিনি জানান যে আজকে আমাদের দেশে যেভাবে মারন রোগ করোনা ছড়িয়ে পড়েছে তাতে মানুষ আতঙ্কিত ।এখন অবধি এর কোন স্পেসিফিক ওষুধ বের হয়নি ।

কিন্তু হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক এলবাম থার্টি ওষুধটি মানবদেহে প্রয়োগের ফলে মানুষের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বহুলাংশে বেড়ে যায়। ফলে ব্যাধি ল হাত থেকে মানুষ নিরাপদে থাকতে পারে সেই কথা মাথায় রেখে আজকে ডানকুনি হাউসিং এলাকার প্রায় এক হাজার মানুষকে এই ওষুধ আমরা বিনামূল্যে দিয়েছি। এবং হোমিওপ্যাথি ডক্টরস পক্ষ থেকে বলা হয়েছে যা আমরা আগামী দিনেও রোগ প্রতিরোধে আমাদের এই প্রয়াস চালু রাখব ।এবং বিনামূল্যে মানুষকে ওষুধ দেব। যাতে আমাদের সমাজ সুস্থ এবং সবল থাকতে পারে।