স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- ১০ জুন আইসিসি চলতি বছরের মেগা টুর্নামেন্ট টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায় নি। এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা। ফাঁকা মাঠে বিশ্বকাপে আর্থিক ধাক্কা আর মাঠ ভরিয়ে বিশ্বকাপ করলে প্রাণের ঝুঁকি। সমস্যার সমাধানে তাই বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়া। আইসিসি অবশ্য জুলাইয়ে করোনা সংকটে নজর রেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।এরপর বৃহস্পতিবার আইপিএল আয়োজন নিয়ে সুখবর শুনিয়েছেন সৌরভ। বোর্ড সভাপতি জানান, ১৩ তম আইপিএল ২০২০ সালে করার জন্য সবরকম বিকল্প তৈরি রাখা হবে।
বিসিসিআইয়ের আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, ‘আইসিসি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আইপিএল নিয়ে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব নয়। বিসিসিআই আইসিসি’র সিদ্ধান্তের দিকে তাকিয়া রয়েছে। আইসিসি শীঘ্রই বিশ্বকাপ নিয়ে মতামত জানিয়ে দেবে। বিশ্বকাপ পিছিয়ে গেলে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই প্রস্তুত।’ অর্থাৎ সূত্রের খবর অক্টোবরের পুজোর অনেক আগে সেপ্টেম্বরের মাঝামাঝি আইপিএল শুরু হতে পারে। করোনার কারণে এবছর বিদেশে আইপিএল করার বিকল্পও ভেবে রাখা হয়েছে।