এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ব্যাংক ডাকাতদের নিয়ে পুনর্নির্মাণ পুলিশের।

হুগলি, ৮ জুন:- উত্তরপাড়ায় দিনে দুপুরে দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের নিয়ে পুনর্নির্মাণ করলো চন্দননাগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক রা।এদিন 4 ব্যাংক ডাকাত প্রীতম,সঞ্জয়,সঞ্জীব ও তাপস কে নিয়ে ব্যাংকে আসে পুলিশ।তারপর কি ভাবে সেদিন ব্যাংক লুট করেছিলো তা অভিনয় করে দ্যাখায় পুলিশ কে।।