এই মুহূর্তে খেলাধুলা

করোনা যুদ্ধে জয়ী পাক ক্রিকেটার তৌফিক উমর।

স্পোর্টস ডেস্ক, ৭ জুন:- প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর ভাইরাসের কবলে আক্রান্ত হয়েছিলেন। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তৌফিক উমরের সর্বশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট ছাড়ার পর এখন পাকিস্তানের জাতীয় জুনিয়র নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী উমর পাকিস্তানের হয়ে ৪৪ টেস্ট ও ২২ ওয়ানডে খেলেছেন।

করোনা রিপোর্ট পসিটিভ আসার পর ঘরেই আইসোলেশনে ছিলেন তৌফিক উমর। শুক্রবার তিনি ভাইরাস থেকে মুক্তির কথা জানিয়েছেন। করোনা থেকে সেরে ওঠার পর বিশ্ববাসীর জন্য বার্তা দিয়েছেন তৌফিক উমর। এক বার্তায় তিনি জানান, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্বে প্রতি মুহূর্তে উদ্বেগ বাড়ছে। নিজের স্বাস্থ্য এখন নিজের হাতে। বিশ্ববাসীকে নিজের শরীরের খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। কোভিড ১৯ কে সবাই সিরিয়াসলি নিন। সামাজিক দূরত্ব আর সতর্কতা ব্যবস্থা নিলে তবেই করোনাকে হারানো সম্ভব। সবার সামাজিক দূরত্ব মেনে চলা খুবই প্রয়োজন।’