এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ার জনবহুল এলাকায় ঘটে গেল দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনা।

হুগলি, ৫ জুন:- জনবহুল এলাকায় ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার মুখে, সশস্ত্র ডাকাত দল হানা দিলো উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ এলাকার ইউনিয়ন ব্যাঙ্কে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তিন দুষ্কৃতী ঢুকে পড়ে ব্যাঙ্কের ভেতর। সকলের মুখেই মাস্ক ছিল, তাই চেহারা পরিষ্কার বোঝা যায়নি। জানা গেছে, তখন কোনও গ্রাহক ছিল না, ব্যাঙ্ক একদম ফাঁকা ছিল। কর্মীরা ভেতরে ক্যাশ মেলাচ্ছিলেন। হঠাতই মোটর সাইকেলে তিন দুষ্কৃতী গিয়ে পৌঁছয় সেখানে। প্রথমে গ্রাহকের মতোই ব্যাঙ্কের ভেতরে পৌঁছয়। ফাঁকা দেখেই স্বমূর্তি ধারণ করে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে ব্যাঙ্কের কর্মিদের আটকে রেখে ক্যাসে থাকা সমস্ত টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতী দল।

জানা গেছে প্রায় ১৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে ডাকাতরা। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, টাকা নিয়ে বাইক নিয়ে দ্রুত গতিতে হাওড়ার দিকে পালিয়ে যাওয়ার সময় ব্যাগ থেকে টাকার বেশ কয়েকটি বান্ডিল রাস্তায় পরে যায়। তাঁরা আবার সেই টাকা গুলি কুড়িয়ে পুলিশের হাতে তুলে দেয়। তিনজন দুষ্কৃতি বাইক নিয়ে এসেছিলো, মুখে সবার মাস্ক থাকায় পরিচয় পেতে সমস্যা হবে, জানিয়েছে পুলিশ। ঘটনার পরেই অতিরিক্ত পুলিশ কমিশনার ঈশানি পালের নেতৃত্ত্বে তদন্তে নামে পুলিশ। বলি খাল সহ রাস্তার একাধিক মোড়ে নাকা চেকিং সহ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু  করেছে উত্তরপাড়া থানার পুলিশ।