স্পোর্টস ডেস্ক ,২ মে:- কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। পুলিশি হেফাজতে জর্জকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে এবং ন্যায়-বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক মাত্রায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনায় এনফিল্ডে অনুশীলনের সময় প্রতিবাদ জানিয়েছে ফুটবল ক্লাব লিভারপুলের ফুটবলাররা। এক হাঁটু গেড়ে ওরা প্রতিবাদ জানিয়েছেন।ভার্জিল ভ্যান ডিজক, জেমস মিলনার, জো গোমেজ, অ্যান্ড্রু রবার্টসন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড প্রমুখ ফুটবলাররা ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন। যার শিরোনামে লেখা হয়েছে, ‘একতাই শক্তি। কৃষ্ণাঙ্গদের জীবনেরও দাম আছে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় পল পগবাও এমন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৫ মে নিরস্ত্র জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের পর সোমবার রাতে মিনিয়াপলিসের এক পুলিশ অফিসার আট মিনিটেরও বেশি সময় ধরে তাঁর ঘাড়ে হাঁটু গেড়ে রাখে। এরপর জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। এই মৃত্যুর ফলে শুধু আমেরিকা নয়, একাধিক দেশে বিক্ষোভ শুরু হয়েছে। একইসঙ্গে এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মার্কস র্যাশফোর্ড। ট্যুইটারে তিনিও কড়া ভাষায় নিন্দা করেছেন।