এই মুহূর্তে জেলা

১৫ জুন থেকে খুলতে চলেছে বেলুড় মঠ।

হাওড়া,২ মে:- আগামী ১৫ জুন থেকে খুলতে চলেছে বেলুড় মঠ। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পরই ১৫ তারিখ থেকে খুলবে মঠ। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠের পক্ষ থেকে। কয়েকদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে শর্তসাপেক্ষে সকল ধর্মীয় প্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা করা হয়। এই অনুমতি পাওয়ার পর সোমবারই এক বিজ্ঞপ্তি দিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ জানান, আগামী ১৫ জুন দর্শনার্থী, ভক্তদের জন্য রামকৃষ্ণ মিশন ও মঠের সমস্ত কেন্দ্র ও প্রধান কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। এই মাঝের সময়ের মধ্যে দর্শনার্থী এবং ভক্তদের নিরাপত্তার ব্যাপারটি দেখা হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতার আবেদন জানান তিনি। উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। এর জেরে রামকৃষ্ণ মিশন ও মঠের সমস্ত কেন্দ্র ও প্রধান কার্যালয় গত ২৪ মার্চ থেকে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়।

তবে, এর আগে করোনার সতর্কতা হিসাবে বেলুড় মঠে ১৭ মার্চ থেকেই শ্রীরামকৃষ্ণ মন্দিরে বসে ধ্যান বা সন্ধ্যারতি দেখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। পাশাপাশি, ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণামও বন্ধ রাখা হয়। এছাড়া মঠের সারদা সদাব্রত ভবন ( প্রসাদ বিতরণ কেন্দ্র ) ও গেস্ট হাউস বন্ধ রাখা হয়। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রে ভক্তদের অপ্রয়োজনীয় ভীড়ও নিয়ন্ত্রিত করা হয়। মঠে ভক্তদের জন্য দীক্ষাদান কিছুদিন বন্ধ রাখা হয়। মঠের ভিতরে ভক্তরা বসে যে সন্ধ্যারতি দেখেন তার পরিবর্তে মঠ চত্বরেই খোলা স্থানে জায়ান্ট এলইডি স্ক্রিনের মাধ্যমে সন্ধ্যারতি দেখার ব্যবস্থা করা হয়। সারদা সদাব্রত ভবন থেকে প্রসাদ বিতরণ বন্ধ রাখা হয়। সবকিছুই করা হয় করোনার সতর্কতা হিসাবে। এরপর ২৪ মার্চ থেকে লকডাউনের কারণে এবং করোনাভাইরাস সংক্রমণ রুখতে জনসাধারণের জন্য বন্ধ করা হয় বেলুড় মঠ।

There is no slider selected or the slider was deleted.