এই মুহূর্তে খেলাধুলা

দেশে কবে খেলা শুরু ? ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

স্পোর্টস ডেস্ক ,৩১ মে:- দেশে খেলাধূলার টুর্নামেন্ট শুরুর বিষয়েও এবার সবুজ সঙ্কেত মিলতে চলেছে। লকডাউন ৪ শেষ হতেই এমনটাই ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার।সরকারি তরফে জারি হল পঞ্চম পর্বের লকডাউন বা যাকে বলা হচ্ছে আনলক ওয়ান,টু ও থ্রি। যদিও লকডাউন জারি থাকছে শুধু মাত্র কনটেনমেন্ট জোনে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে তিনটি ধাপে কনটেনমেন্ট জোনের বাইরে বিধিনিষেধ শিথিল করা হবে।নির্দেশিকা অনুযায়ী দেশে খেলাধুলো শুরুর বিষয়ে সবুজ সংকেত দেওয়া হবে তৃতীয় ধাপে অর্থাৎ আনলক থ্রিতে। নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো না হলেও নির্দেশিকায় বলা হয়েছে আলোচনার ভিত্তিতে কবে থেকে অনুমতি দেওয়া হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। ফলে কেন্দ্রের নির্দেশ আসলেই ক্রিকেট, ফুটবল এর জনপ্রিয় টুর্নামেন্ট গুলি শুরু করার পরিকল্পনা করবে ক্রীড়া সংস্থাগুলি।এর থেকে স্পষ্ট খুব শীঘ্রই দেশে সব ধরনের খেলা শুরুর ছাড়পত্র মিলতে চলেছে।

ইতিমধ্যেই টেবিল টেনিস, লং টেনিস, গল্ফ এর মতো অল্প লোক নিয়ে সামাজিক দূরত্ব মেনে যে খেলা গুলি খেলা হয়,সে গুলি শুরু হয়েছে দেশে। আর এবার এখন না হলেও ভারতে অন্যান্য খেলাধুলো শুরুর বিষয়ে সরকারি অনুমতি পাওয়া যাবে কয়েক মাসের মধ্যেই । যদিও সেটা আলোচনা ভিত্তিক এবং পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে সেক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে ডাক্তারদের পরামর্শ ও সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত।পাশাপাশি ফাঁকা স্টেডিয়ামে খেলার শর্ত দিতে পারে সরকার।প্রথম ধাপে হোটেল ও পরিষেবামূলক কাজে ছাড় দেওয়া হবে ৮ জুন থেকে। খেলাধুলো আয়োজনের জন্য এই দু’টিই অত্যন্ত জরুরি। তাছাড়া আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও তৃতীয় ধাপেই এর অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সুতরাং, তৃতীয় পর্যায়ে লকডাউনের বিধিনিষেধ শিথিল হলে আইপিএলের মতো টুর্নামেন্ট আয়োজনে অসুবিধা থাকবে না বিসিসিআইয়ের।