কলকাতা , ২৯ মে:- বাংলায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জনের শরীরে মিলেছে মারণ করোনার ভাইরাস। আর এরই মধ্যে রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।আর খবর শোনা মাত্রই উদ্বেগ বারছে সাধারণ মানুষদের মধ্যে। ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।সুত্রের খবর তাঁর বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত ছিলেন, পরিচারিকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর মন্ত্রীর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই তাঁর শরীরে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁর পরিবারের অন্যান্যরা সংক্রামিত হয়েছেন কিনা তারও খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিবাচক যে দমকলমন্ত্রীর শরীরে কোনও উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।করোনা এবার মন্ত্রীর শরীরে হানা দেওয়ায় চিন্তার ভাঁজ শাসক শিবিরে।







