এই মুহূর্তে জেলা

নদীয়া জেলা চাইল্ড লাইন এর পক্ষ থেকে ৩৫ জন শিশুকে তুলে দেওয়া হল এক সপ্তাহের খাদ্য সামগ্রী।

 

নদীয়া ,২৯ মে:- ১০৯৮ নাম্বার সকলের কাছে পরিচিত। সম্পূর্ণ অদৃশ্যভাবে বাল্যবিবাহ রদ, শিশুশ্রম রদ, শিশুর অপব্যবহার প্রতিরোধ সহ, শিশুদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকে এই সংগঠন। নদীয়া জেলার দত্তপুলিয়া অফিস থেকে নিয়মিত জেলার শিশুদের খেয়াল রাখে এই বিভাগ। আজ নদীয়া জেলা চাইল্ড লাইন এর পক্ষ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে সকাল দশটা নাগাদ বিশেষ চাহিদা সম্পন্ন ৩৫ জন শিশুকে তুলে দেওয়া হল এক সপ্তাহের খাদ্য সামগ্রী। আজকের আয়োজনে চাইল্ড লাইন নদীয়ার অর্গানাইজেশন শ্রীমা মহিলা সমিতি সম্পূর্ণ ভাবে সহযোগিতা করে। এ ব্যাপারে নদীয়া জেলা চাইল্ড লাইন এর কো-অর্ডিনেটর দেবব্রত কর্মকার জানান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দের নিয়ে কাজ করা সংগঠন বন্ধন এর প্রতি আবেদনে সাড়া দিয়ে এসেছি শান্তিপুরে। কর্মহীন প্রান্তিক মানুষ দের ঘরের সন্তানের প্রতিবন্ধকতা থাকলে তা কতখানি ভয়ংকর হয়ে উঠতে পারে সেটা অনুভব করেছি আমরা, তাই সেই সব শিশুদের জন্য পুষ্টিকর কিছু খাদ্যদ্রব্য এবং মনোরঞ্জন করার উদ্দেশ্যে কিছু উপহার নিয়ে এসেছি আজ। দেবব্রত কর্মকার কো-অর্ডিনেটর চাইল্ড লাইন নদীয়া।

There is no slider selected or the slider was deleted.