স্পোর্টস ডেস্ক , ২৯ মে:- করোনা মহামারি প্রতিরোধে টানা লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন। কাজ হারিয়ে দিশাহারা হয়ে গিয়েছেন অন্য রাজ্য থেকে দিল্লিতে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকরা। সেই সমস্ত শ্রমিকদের মধ্যে বাড়ছে আর্থিক সংকট। তাই করোনা ভাইরাসে জীবন বিপন্ন হওয়া দিল্লির পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য খাবার সরবরাহের কাজে হাত লাগিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। তিনি একা নন, তাঁর গোটা পরিবার পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার তৈরি করা এবং তা দুঃস্থদের মধ্যে বিতরণ করে চলেছেন প্রতিদিন। বীরু নিজে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, বাড়িতে বসে পরিযায়ী শ্রমিক দের জন্য খাবার তৈরি করার তৃপ্তিই অন্যরকম। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ঘোর বিপদের দিনে দেশের গরিব মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সেওয়াগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। বীরুকে জানিয়েছেন যে তিনি খুব ভালো কাজ করছেন।