এই মুহূর্তে খেলাধুলা

ময়দানে জল সংকট মেটাতে উদ্যোগ সিএবি সভাপতির, খাদ্য সংকটে দুঃস্থদের পাশে সিএবির আম্পায়ার।

 

স্পোর্টস ডেস্ক,২৪ মে:- আমফান বিপর্যয়ে একদিকে রাজ্যে দেখা দিয়েছে আর্থিক সংকট, অন্যদিকে জলকষ্টও শুরু হয়েছে। এই দুর্যোগের পর ময়দানের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটাতে এবার আসরে নামলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। ময়দানের বিভিন্ন ক্লাবের মাঠ কর্মীদের এই জলসংকটে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া পাশে দাঁড়ান। সিএবি প্রেসিডেন্টের উদ্যোগে রাজস্থান ক্লাবের তরফ থেকে প্রতিটা ক্লাবের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে করোনা পরিস্থিতিতে টানা লকডাউনের জেরে ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। দেখা দিয়েছে চরম আর্থিক সংকট ও খাদ্য সংকট। তাই সংকটজনক পরিস্থিতিতে সিএবির আম্পায়ার সুবীর ব্যানার্জীর উদ্যোগে সেবাকার্যে এগিয়ে আসলেন কিছু মানবিক ব্যক্তি। দক্ষিণ কলকাতার চাঁন্দাড় ভিলেজ রোডের পার্থপ্রতিম মুখার্জী, সুব্রত সিনহা, জয়দেব সাহা ও সুবীর ব্যানার্জী রবিবার এই সেবা কাজে অংশ নেন। এদিন স্থানীয় ৭৫ জন অসহায় মানুষকে খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা। দেওয়া হয় চাল, আলু, সোয়াবিন, সরসে তেল সহ একাধিক খাদ্যসামগ্রী। আগামী দিনেও দুঃস্থদের এ ভাবেই সাহায্য করবেন বলে জানিয়েছেন সিএবির আম্পায়ার সুবীর ব্যানার্জী।

There is no slider selected or the slider was deleted.