এই মুহূর্তে জেলা

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ভিডিও কনফারেন্স হুগলি জেলাশাসকের।

হুগলি,২৪ মে:-  আমপান তান্ডবের পর আশি শতাংশ এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো ,জানালেন হুগলি জেলা শাসক। রবিবার চুঁচু্ড়ায় এডিএম ,চারটি মহকুমার এসডিও ,আঠেরোটি ব্লকের বিডিও দের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। মোট ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার পাশাপাশি জেলার ব্লক মিউনিসিপ্যালিটি এলাকা গুলোর বিদ্যুতের কি অবস্থা তা নিয়ে পর্যালোচনা হয়। সুপার সাইক্লোনের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় হুগলি জেলা।পাঁচ হাজারের বেশি গাছ ভেঙে পরে। ২০ হাজার বাড়ি ভাঙে।৭৭ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পরে।বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় জলের সংকট দেখা দেয়।বিক্ষোভ অবরোধ চলতে থাকে।দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। আধিকারীকদের দেওয়া তথ্য থেকে জানা যায়,২১ শে মে ১৯০০০ ট্রান্সফরমারের মধ্যে ৭৭ টি ঝড়ে নষ্ট হয়ে যায়। ১৮৭০০ টি তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ২৪ শে মের মধ্যে ৭০ টি নতুন ট্রান্সফরমার বসানো হয়। ১৮৬০০ টিতে বিদ্যুৎ চালু করা গেছে। ৪০০ টি বিদ্যুৎ চালু করার কাজ চলছে।আমপানে ৫৫০০ টি বিদ্যুতের খুঁটি ভেঙে পরে।ইতিমধ্যেই ২৫০০ টি নতুন খুঁটি বসানো হয়েছে।১৫১ কিমি হাইটেনশান লাইনের তার ছিঁড়ে যায়।তার মধ্যে ১২০ কিমি তার জোরা হয়েছে।প্রবল ঝড়ে ৪৫০০ কিমি তার বিদ্যুৎ বিছিন্ন হয়ে পরে।যার মধ্যে ৯১ শতাংশে পুনর্গঠন করা গেছে।দ্রুততার সঙ্গে কাজ করছে বিদ্যুৎ দপ্তরের কর্মিরা।

There is no slider selected or the slider was deleted.